আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এ দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামকরণ আত্মপ্রকাশ করা হয়।
নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ১৬ ডিসেম্বর ৫১ তম বিজয় দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিনটি পালিত হয়েছে।
দিনের প্রভাতে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন এর সভাপতিত্বে সকল মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক অর্পণ করেন, উপজেলার সরকারি-বেসরকারি রাজনৈতিক অঙ্গ সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবি মানুষ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তীতে ,পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ের শিশু-কিশোর সংগঠন এর কুচকাওয়াজ শরীরচর্চা পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।