নেত্রকোনার মদন উপজেলার মডেল মসজিদ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায় ,মদন উপজেলাসহ সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় গণভবন থেকে ভার্চুয়ালি ভাবে এ মসজিদগুলো উদ্বোধন করেন।
প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে উদ্বোধনযোগ্য ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি।
মদনের মডেল মসজিদ ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মামুন খন্দকার,
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, পৌর মেয়র সাইফুল ইসলাম (সাইফ) উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার (শামীম), সাবেক, জেলা পরিষদের সম্মানিত সদস্য সাইফুল ইসলাম (হান্নান), উপজেলা ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এ কে এম রিফাত সাঈদ, অন্যান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, এবং ১৯৭৫ সালের ইসলামিক ফাউন্ডেশন আইন প্রণয়ন করেন। বঙ্গবন্ধুর চিন্তাধারার সঙ্গে সংগতি রেখে সারা দেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী ইসলামি সাংগঠনিক কাঠামো গড়ে উঠবে।