নেত্রকোনা মদনের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে দ্বাপ্তরিক কর্মকর্তা জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে বিনিময় করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ১৩ নভেম্বর বিকাল উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বক্তব্যে বলেন,স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকলকে এক যুগে কাজ করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষের প্রয়োজন। এ সময় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়নসহ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ,মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার মদন আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাঈদুল ইসলাম মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দু। সভায় বিভিন্ন সমস্যার সমাধান সুখী সমৃদ্ধিও স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়ে উপর গুরুত্ব আরোপ করা হয়।
পরে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত যুব সংগঠন ইউথ নেটওয়ার্ক,হিজড়া সম্প্রদায়ের ত্রিনয়ন সংঘ ও তিয়শ্রী ইউনিয়নের কুটুরীকোনা গ্রামের তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো কামারীদের সাথেও কথা বলেন।