নেত্রকোনা মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মদন উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বিনস্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার), উপজেলা আওয়ামী লীগ (সভাপতি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ (সম্পাদক) আব্দুল হান্নান (শামীম) ,পৌর মেয়র সাইফুল ইসলাম (সাইফ), খালিয়াজুরী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শাহনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ও অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী, ও দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।