(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)
নেত্রকোনার মদনে তাবাসসুম (৭) নামের একমাত্র শিক্ষার্থী মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে। গত শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করেছে।
এর আগে একই দিন বিকাল ৩টার দিকে জাহাঙ্গীরপুর ব্রাক অফিসের সামনে মদন-নেত্রকোনা সড়কের একটি মাইক্রোবাস চাপা দিয়ে গুরুতর আহত করে তাবাসসুম নামের শিশুটিকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদ্রাসা শিক্ষার্থী তাবাসসুম জাহাঙ্গীরপুর ব্রাক অফিস সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এ সময় মদন থেকে নেত্রকোনা যাচ্ছিল একটি মাইক্রোবাস। তখন শিশুটিকে চাপা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিশুটিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত শিশু তাবাসসুম আটপাড়া উপজেলাধীন সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের আলী হোসেনের মেয়ে। মদন উপজেলার শাহী মসজিদের মোয়াজ্জেম শের আলি মিয়ার নাতি ।
নিহত শিশুর মামা বাছির মিয়া (২৫) জানায়, আমার ভাগ্নি মাদ্রাসা থেকে আসার পথে ব্র্যাক অফিসের সামনে রাস্তা পার হচ্ছিল এমন সময় কালো রঙের একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে দ্রুত গাড়ি টেনে পালিয়ে যায়। এখনো পর্যন্ত গাড়িটির কোন সন্ধান পায়নি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, বিষয়টি আমাদেরকে কেউ লিখিত ভাবে জানায়নি। লুকে মুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছ। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।