নেত্রকোনা জেলা মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সাইনবোর্ডের কাছে এসে মাদক বহনকারী হোন্ডা এক্সিডেন্টে করে জয়পাশা গ্রামের মৃত সোহরাবলির ছেলে সুরুজ আলী (৭০) নামের এক বৃদ্ধকে অ্যাক্সিডেন্টে করে গুরুতর আহত করে।
জানা যায়, মাদক বহনকারী হোন্ডার চালক ,পূর্বধলা থানা দিন বেগশিমুল গ্রামের ইব্রাহিমের ছেলে, সোহাগ (২৫)।
মদন নেত্রকোনা রাস্তার জয়পাশা গ্রামের সাইনবোর্ড নামকস্থানের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধা সুরুজ আলীর গায়ে উঠিয়ে দিলে সুরুজ মিয়া গুরুতর আহত হলে, স্বজনেরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় আজ ১৭ নভেম্বর রোজ বুধবার সকাল ৭ ঘটিকার সময় মাদকের ব্যাগসহ মোটরসাইকেল চালক নেত্রকোনা মদন রাস্তার জয়পাশা গ্রামের সাইনবোর্ড নামকস্থানে আসলে মাদক বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ সুরুজ কে এক্সিডেন্ট করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে তাকে ।তার সাথে থাকা স্কুলব্যাগে বিদেশি মদের (রয়েল) নামের ১২ টি বোতল দেখে মদন থানা পুলিশকে খবর দেয়।
কাইটাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হকের তত্ত্বাবধানে মাদক বহনকারীর মোটরসাইকেল ও তার বিদেশী মদের বোতল ভর্তি ব্যাগ নিয়ে তার কাছে রাখা হয় তা পরবর্তীতে পুলিশের কাছে বুঝিয়ে দিতে সক্ষম হয়।
মদন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাদকসহ বহনকারী সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয় । মাদক বহনকারী হোন্ডা চালক সোহাগের জবানবন্দির প্রেক্ষিতে, তার কাছ থেকে বিদেশী মদের(রয়েল) নামের ১২ টি মদের বোতলের মধ্যে ৮টি বোতল উদ্ধার করতে সক্ষম হয়। বাকি মদ ভর্তি চারটি বোতল উদ্ধার করতে পারেনি মদন থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে , মদন থানা ওসি ফেরদৌস আলম বলেন, রোড এক্সিডেন্ট মাদক বহনকারীকে মোটরসাইকেল ও মাদকের বোতলসহ আটক করা হয়েছে সোহাগ নামের ১ যুবককে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।