নেত্রকোনা জেলার মদন পৌরসভার মদন বাজারে পাওনা টাকার চাওয়ায় সুমন – চন্দ্র-দের মুদির দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ই জুন) সকালে মদন-বাজারের প্রধান সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মদন পৌরসভার মেয়র ও মদন বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি,সাইফুল ইসলাম সাইফ, আওয়ামী লীগের পৌর সভাপতি – সুরজিৎ বৈশ্য, মদন থানা তাতীলীগের অর্থবিষক সম্পাদক ও ব্যবসায়ী মেঃ জসীম উদ্দীন, সুশীল পাল, মলয় পাল, মদন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মুকুল, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থনাথ বৈশ্য সজল, ৪ নং ওয়ার্ড ঝলমল দাস, মোহাম্মদ মুকুল মিয়া ,বণিক সমিতির সাধারণ সম্পাদক ডা: দেলোয়ার হোসেন চৌধুরী, বণিক সমিতির সদস্য সংগ্রাম রায়, প্রমুখ।
এসময় সুমন দে বলেন দোকানে থাকা প্রায় ৭ লক্ষ ৩৫ হাজার টাকার মালা মাল পুড়ে ছাই করে দিয়েছে, টাকা পাব এই কি ছিল আমার অপরাধ এখন আমি পথের ফকির হয়ে বসেছি,দুচোখে আর কিছু দেখতে পাচ্ছি না সন্তান ও পরিবার নিয়ে কোথায় যাব আমি।
পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ বলেন সুমন দের ক্ষয়ক্ষতির জন্য উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে ও মদন বাজারের ব্যবসায়িকদের সার্বিক নিরাপত্তার ব্যবস্তা জোরদার করা হবে। দোষীদের বিচারের আওতায় আনা জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বক্তৃারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার ( ১৫ জুন) রাতে পৌর শহরের মদন বাজারে উপজেলা পোস্ট অফিসের সামনে নন্দিনী স্টোর নামে একটি দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে কুলিহাঁটি (পশ্চিমপাড়া) গ্রামের আলা-আমিন ও তার ছেলে আপনের (১৮) বিরুদ্ধে।