নেত্রকোনা মদনে দু,পক্ষের সংঘর্ষে সজীব (১১) নামের এক শিশু নিহত হয়েছে। সোলেমান (২০), হেকিম (৪৫), হৃদয় ( ৩০) আশিক ( ৪০) নামের আরও চারজন আহত হয়েছে।
শুক্রবার ১৫ই মার্চ উপজেলা ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে যাত্রাখালী খাল নিয়ে দু,পক্ষের মাঝে সংঘর্ষ সৃষ্টি হলে সজীব নামের শিশুটি গুরুতর হয়,পরে স্বজনরা থাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোজ শুক্রবার ১৫ মার্চ আনুমানিক বিকাল তিনটার দিকে পশ্চিম ফতেপুর যাত্রাখালী খালের ডুবা জোরপূর্বক সেচে মাছ ধরতে গেলে বাধা দেওয়াই দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহত সজীবের দাদা ইব্রাহিম মুন্সী বলেন, গত বছর হিরন( ৬০) এর কাছে আমাদের পারিবারিক যাত্রাখালী খালের ডুবা জমা দিয়েছিলাম। গত কার্তিক মাস পর্যন্ত জমা সময় সীমা শেষ হয়।
নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তারা আমাদের মাছের ডোবা ডিজেল মেশিন লাগিয় সেচে মাছ ধরা শুরু করে তারা।
বাধা দেওয়ার কারণে হিরনের লোকজন মিলে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করলে আমার ভাতিজার দিকে নাতি সজীব নামের শিশুটি প্রতিপক্ষের আঘাতে নিহত হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ মল্লিক (৫০), আনচু মিয়া (৬০), চাঁন মিয়া (৪৫) নামের তিনেক আটক করে থানা হেফাজতে নিয়ে যান।
এ ঘটনা নিশ্চিত করে ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। শিশুটির লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।