
নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি বৃ বড়িকান্দি গ্রামে রাতের আঁধারে বিষ প্রয়োগে প্রায় ১৫ লক্ষ টাকা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
রোজ মঙ্গলবার (৩ জানুয়ারি ) গভীর রাতে উপজেলার মদন ইউনিয়নের বৃ বড়িকান্দি গ্রামের ছেলাই নদীর মৎস্য সমিতির ফিশারিতে এ ঘটনাটি ঘটেছে। যা সরকার কর্তৃক বৈধভাবে লিজ নেওয়া ফিসারি।
এ ঘটনায় (৩ জনুয়ারি) রোজ মঙ্গলবার শ্রী সুশীল চন্দ্র দাস(৪৫) বাদী হয়ে, মদন থানায় অজ্ঞাত নামা এক লিখিত অভিযোগ দায়ের করেছেন দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বিষ প্রয়োগের ফলে সরকার কর্তৃক লিজ নেওয়া ছেলাই নদীর ফিসারির প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
মদন ইউনিয়নের বর্তমান( ইউপি) চেয়ারম্যান খাইরুল ইসলামের ছোট ভাই, জাকির হোসেন (৩২), সাবেক ইউপি সদস্য ওয়াসিম ( ৩৪), তরিকুল ইসলাম (৩২) তারা জানায় ৪ মাস ধরে ফিশারীতে মাছের খাবার দিয়ে মাছ বড় করা হয়েছে , দেশীয় বিভিন্ন জাতের মাছ এই ফিশারিতে ছিল।
কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। মঙ্গলবার রাতে ছেলাই নদীর ফিসারিতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় মদন থানায় অজ্ঞাত নামা এক লিখিত অভিযোগ করেছেন, শ্রী সুশীল চন্দ্র দাস।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বিষ প্রয়োগে মাছ মরার অভিযোগে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অজ্ঞাত নামা দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।