পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত ট্রলারে মাঝি সহ তিনজনকে পুলিশ আটক করে ট্রলারসহ থানায় নিয়ে আসেন,আটককৃতরা হলেন ইটনা থানার চৌগাছা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে, জয়নাল (৩৫) আক্তু মিয়ার ছেলে, ফরিদ (৪০) আবুল কালামের ছেলে বিপুল ( ৫০), মাখনা গ্রামের নাম বলতে অনিচ্ছুক , তারা বলেন , এ ট্রলারটি প্রতিদিন ভাংচুরের মালামাল নিয়ে যায়।