নেত্রকোনা মদন উপজেলায় মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
atOptions={‘key’:’831035b17b6a0004358885e093193045′,’format’:’iframe’,’height’:300,’width’:160,’params’:{}};“>
আজ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১৪ই ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ নাঈম মোহাম্মাদ নাহিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।