
(১জানুয়ারি ২০২৩ রোজ রবিবার) ইংরেজি বছরের প্রথম দিনেই নেত্রকোনার মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সারাদেশের ন্যায় কোমলমতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দিলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী,উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শাহনূর রহমান, মাঘান ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (সভাপতি)জহিরুল ইসলাম (মাসুদ), বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা ।
উৎসাহ ও উদ্দীপনায়, আর বছরের প্রথম দিনের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আবেগে আপ্লুত সকল শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতিক বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন কে ধন্যবাদ জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার জন্য।
বিদ্যালয়ের ম্যানেজিং (কমিটির সভাপতি) মাঘান ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম (মাসুদ) বিদ্যালয়ে নতুন ভবন কার্যক্রম চলমান হওয়ায়, শিক্ষার্থীদের জায়গা স্বল্পতার থাকার কারণে, দ্রুত গতিতে নতুন ভবনের কার্যক্রম শেষ করে, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি বিনীতভাবে অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন তিনি বলেন, গত ২ বছর করোনা মহামারীর জন্য, আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করা হয়নি, আজ বছরে শুরুতেই সারাদেশে ন্যায়, আমরা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করতে পেরেছি।
তাই সকল শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে, তারা যেন নতুন বই নিয়ে তার সদ্ব্যবহার করে এবং তাদের প্রতি নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা জানান।