নেত্রকোনা জেলার মদন উপজেলার শ্বশুরের সম্পত্তি লিখে দেওয়ার জন্য নিজ স্ত্রীকে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বাঁশরী গ্রামের মৃত আক্তার আলীর ছেলে শামসুদ্দিনের বিরুদ্ধে।
গতকাল সোমবার (২৯ শে মে)দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায, সোমবার রাতে আনুমান ৯টার সময় স্ত্রী রসুনা আক্তার কে ঘরের বাতি বন্ধ করে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে স্বামী শামসুদ্দিন। তারপর রসুনা আক্তারের চিৎকারে প্রতিবেশীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে স্ত্রী রসুনা আক্তারের সাথে কথা বললে জানা যায়, বিয়ের ২৩ বছরের পার হলেও আমার বাবার সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমাকে প্রতিনিয়তই অমানসিক অত্যাচার করে আসছে আমার স্বামী শামসুদ্দিন।
ভুক্তভোগীর মামা আলতু মিয়া জানান, রসুনা আমার সম্পর্কে ভাগ্নি হয় এবং মৃত কালা মিয়ার মেয়ে। কালা মিয়ার সম্পত্তির জন্য প্রায় সময়
রসুনা আক্তার কে তার ভাগের সম্পত্তি লিখে দেওয়ার জন্য অত্যাচার এবং অমানসিক নির্যাতন চালায় স্বামী শামসুদ্দিন। এর আগে বেশ কয়েকবার নির্যাতন করলেও সামাজিকতা রক্ষার্থে আমরা দুইজনকে মিল করিয়ে দেই।
স্বামী শামসুদ্দিনের সাথে যোগাযোগ করলে, তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন গতকাল রাতে জমির ঝামেলার বিষয় নিয়ে আমাদের দুজনের একটু কথার কাটাকাটি হয়েছিল , এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে একটা থাপ্পর মারবে সে ঘরের লোহার দরজার উপর পড়ে গেলে তার মাথা ফেটে যায়।
এ বিষয়ে মদন থানার ওসি তাওহীদুর রহমান জানান, আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।