নেত্রকোনার মদন উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি সহ হেনটলি গাড়ির ধাক্কায় লাকী আক্তার (২০) নামের এক কলেজ ছাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছে।
নিহত লাকি আক্তার উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগুরিয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে।
দুর্ঘটনা নিহত কলেজ ছাত্রী লাকি আক্তার মদন আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রোজ রবিবার ১৮ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৯ টার দিকে উপজেলা গোবিন্দশ্রী সুজন বাজারের পাশে কলেজে যাওয়ার জন্য অটো রিক্সার জন্য বাজারের পাশে অপেক্ষা করছিল লাকি আক্তার সহ তিন বান্ধবী।
এমন সময় মদন থেকে ছেড়ে আসা পল্লী বিদ্যুতের খুটির সহি হেনটলি গাড়ি চাকা কলেজ ছাত্রীর উপর দিয়ে চলে যায়। এতে করে কলেজ ছাত্রী লাকি আক্তার গুরুতর আহত হয় পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।
এ বিষয়ে মদন থানা ওসি উজ্জ্বল কান্তি সরকার এ প্রতিনিধিকে জানান, আমি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি , আইনি প্রক্রিয়াধীন ব্যবস্থা চলছে।