নেত্রকোনা মদনে বিদ্যুতের পিলারের বহনকারী হেনট্রলি চাপায় মদন সরকারি হাজী আব্দুল আজিজ খাঁন ডিগ্রী কলেজ ছাত্রী লাকি আক্তারের (২০) মৃত্যুর প্রতিবাদে সোমবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মদন সরকারি কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাস্তা অবরোধের ফলে মদন পৌর শহরের প্রধান সড়কে সৃষ্টি হয় যানজট, সাধারণ মানুষ পড়ে দুর্ভোগে।
শিক্ষার্থীরা নিরাপদ সড়ক,হেনট্রলি চালকের দৃষ্টান্তমুলক শাস্তি সহ কলেজ ছাত্রীর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দাবিতে রাস্তায় অবস্থান নেয়। কলেজ শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরির সার্কেল রবিউল ইসলাম, ইউএনও মোঃ শাহ আলম মিয়া অবরোধ স্থলে এসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। দুর্ঘটনার বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিশ্রুতি প্রদানের ফলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে।
উল্লেখ্য যে, রবিবার সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রীর সুজন বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী লাকি আক্তার নিহত হয়। সে মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনির দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজে চলমান পরীক্ষায় অংশ গ্রহণের উদ্দেশে বাড়ী থেকে রওনা করে গৌবিন্দশ্রী সুজন বাজারের রাস্তার পাশে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল । সে সময় পল্লীবিদ্যুতে পিলার বহনকারী একটি হেনট্রলিটি বেপরোয়া গতিতে এসে কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক এলাকাবাসী চালক সহ হেনট্রলিটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত কলেজ ছাত্রী গোবিন্দশ্রী ইউনিয়নের বারগুড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে।
মদন থানা ওসি উজ্জল কান্তি সরকার এ প্রতিনিধি কে জানান, কলেজ ছাত্রীর মৃত্যু ঘটনায় মামলা হয়েছে। আটককৃত হেনট্রলি চালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।