সাবেক রাষ্ট্রপতি ও জাতিয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকি উপলক্ষে জাতীয় পার্টি কার্যালয়ে ২: ৩০ মিনিটে শুক্রবার আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলার সভাপতি মো নূর নবীর সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক শহীদুল ইসলাম শফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মদন উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক,হাফিজুর রহমান হাবুল, যুগ্ম সাহিত্য সংস্কৃতির ও ঞীড়া বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম অর্থ সম্পাদক মো আল আমিন প্রমুখ, এ সময় বক্তব্যরা আগামী সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সুসংগঠিত হয়ে দলকে শক্তি শালি করতে হবে বলে বক্তারা বলেন। আলোচনা শেষে প্রায়াত রাষ্ট্র পতি ও জাতিয় পার্টির চেয়ারম্যান মরহুম হোসেন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।