আর নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল১১টার দিকে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের
৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করে।
উপজেলা দলীয় কার্যালয়ের সামন থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মদন বাজারে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজারুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে এবং পৌর সদস্য সচিব আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা সভাপতি নুরুল আলম তালুকদার,ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলা আহ্বায়ক আব্দুল হেলিম বুলু,সাবেক উপজেলা যুগ্ন আহবায়ক সাইফ আহমেদ সেকুল, সাবেক উপজেলা যুগ্ন আহবায় আবু তাহের আজাদ, সাবেক উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বকুল,
সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক শামসুল আলম লালু, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রিপন, সদস্য সচিব আশরাফুল ইসলাম, উপজেলা যুগ্ন আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম টিটু, উপজেলা যুগ্ন আহবায়ক হাইয়ুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল ও সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিঠুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।