নেত্রকোনা মদন উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল ১১ টায় স্মার্ট কৃষি স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ জুলাই ৩ দিন ব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন করেন।
কৃষি মেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,খালিয়াজুরী সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, মদন সোনালী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ওমর আলী, মাঘান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মাসুদ সহ কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর ছাত্র-ছাত্রী, ও সুশীল সমাজ সহ গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
এ সময় কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের সকলকেই সচেতন হতে হবে পরিবেশ রক্ষা করার জন্য। সকলের বাড়ির আঙ্গিনায় ফলজ গাছ সহ বিভিন্ন ধরনের বেশি বেশি গাছ লাগাতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। না হয় এই প্রকৃতির বিপর্যয় থেকে আমরা রক্ষা পাবনা। ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ১৮ই জুলাই ২০২৩ হতে ২০ জুলাই ৩ দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হবে।