
নেত্রকোনার মদন উপজেলার ৫ নং মাঘান ইউনিয়নের কাতলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে, গত ১২ ডিসেম্বর রোজ সোমবার দিবাগত রাত আনুমান ১০ টার দিকে ৫০০ গ্রাম গাঁজা নিয়ে মাদক কারবারি ওয়াদুদসহ ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মদন থানা পুলিশ ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চৌকুস দক্ষ এস আই নূর মোহাম্মদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স এস আই মোঃ আব্দুল হাই, এস আই মোঃ ফাহমিদুল হাসান ও এ এস আই সোহরাব হোসেন , এ এসআই মোহাম্মদ রহমত আলীকে নিয়ে মাঘান ইউনিয়নে কাতলা গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও গাজাঁ খাওয়ার সরঞ্জামাদি ও মাদক কারবারি ওয়াদুদসহ ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের মৃত আক্তার উদ্দিনের ছেলে মাদক কারবারি আব্দুল ওয়াদুদ ( ৫৭), মৃত সোনা মিয়ার ছেলে ওয়াসিদ (৩০) সিদ্দিক মিয়ার ছেলে নাহিদ হোসেন (১৮),
ত্রিপন পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ওহাব (৫৭), মদন দক্ষিণ পাড়া গ্রামের মৃত জোয়াদ মেম্বারের ছেলে সাইফুদ্দিন (৫৮), আটপাড়া উপজেলাধীন দুওজ ইউনিয়নের চারগাতিয়া গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে খাইরুল ইসলাম (২৮), একই গ্রামের সাদেক মিয়ার ছেলে রাজীব আহমেদ (২৫), নাদির মিয়ার ছেলে অন্তর (২০), ও মোগলহাট্টা গ্রামের ফৌজদার মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫)। গাঁজা খাওয়া চলমান অবস্থায় তাদেরকে গ্রেফতার করে।
এ বিষয়ে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ৯ জনকে মাঘান ইউনিয়নের কাতলা গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে । আসামিদের আজ ১৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।