
নেত্রকোনার মদন থানা চত্বরের আসছে আগামী ২৭ অক্টোবর হিন্দুধর্মালম্বীদের পূজা ও বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মদন থানার নবাগত ওসি শামসুল আলম শাহ।
মদন উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের কে নিয়ে আসন্ন শারদীয় দূর্গা পূজা বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে মদন থানা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তদন্ত ওসি দেবাংশু দে, থানার সেকেন্ড অফিসার ফয়সাল আহমেদ, সাব ইন্সপেক্টরের মোঃ খোরশেদ, সাব ইন্সপেক্টরের মোঃ রাহিদ, অন্যান্য প্রমুখ।
মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শামসুল আলম শাহ্ বলেন, আসছে আগামী (২৭ সেপ্টেম্বর) সারা বাংলাদেশে ন্যায় মদন উপজেলা হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব আমরা পুলিশ প্রশাসন, আনসার ও গ্রামপুলিশ এটি একটি জাতীয় প্রোগ্রাম আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে নিরাপত্তা দেওয়া।
দায়িত্ব নিয়োজিত থাকা প্রতিটি সদস্যের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। কোন প্রকার দায়িত্ব অবহেলা করা যাবে না, আপনার অবহেলার জন্য এই উপজেলায় ঘটে যেতে পারে বড় থেকে বড় দুর্ঘটনা। মাদক, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি সহ , সকল প্রকার অপরাধ দমন করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।