আগামী ১১ই মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত সোমবার দুপুরে পূর্বধলা মধ্য বাজার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এ প্রস্তুতি সভার আয়োজন করে।
পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেত্রকোণা – ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার নিজাম উদ্দিন, যুবলীগের সাধারন সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শেখ আব্দুর রাশিদ, ছাত্রলীগের সভাপতি সোলায়মান হাসান হাসিবসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক বৃন্দ।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।