ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়(১৩ মার্চ) সোমবার বিকালে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ । এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি প্রথমে প্রজেক্টারের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কর্মসূচী তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
পরবর্তীতে ধারাবাহিক ভাবে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার চৌধুরী মিতু,