মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আহসান সুমন।
তিনি আজ মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের কাজের পাশাপাশি সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সহিত যথাযথ ভাবে পালন করে আসছিল। আমার জনপ্রিয়তায় ইষান্বিত হয়ে একটি চক্র আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে মানববন্ধন ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে। আমি মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে স্থানীয় প্রশাসনের কাছে এ সকল অপ-প্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। এ সময় সমাজকর্মী মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।