মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছেন নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ৪নং বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহু।
তিনি আজ মঙ্গলবার দুপুরে দূর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি ১৯৭৭ সাল থেকে বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০০১সাল থেকে অদ্যাবদি পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সারি থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছি এবং তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করেছি।
দল ও নেতাকর্মীরা আমাকে মূল্যায়ন করায় তিন তিনবার ইউপি চেয়ারম্যান হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি। আসছে আগামী ইউপি নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। কলি হাসান ওলিও চেয়ারম্যান প্রার্থী। আমার জনপ্রীয়তায় ইর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য সাংবাদিক নামধারী ওয়ালী হাসান কলি আমাকে জড়িয়ে গত ১৯ই সেপ্টেম্বর তারিখে “আমাদের সময় ডটকম ” নামে একটি অনলাইন সংস্করণে ” ইউপি কার্যালয়ের বিশেষ কক্ষ, চেয়ারম্যানের অন্তরঙ্গ ভিডিও ফাঁস” শির্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। এই সাংবাদিক নামধারী ওয়ালী হাসান কলির বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা বর্তমানে
আদলতে বিচারাধীন আছে। যাহার মামলা নং ১২(৩)২০১৮, জি.আর মামলা নং ৩৪(৩)২০১৮।
সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদকে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা, বানোয়াট, ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
এসময় উনার সঙ্গে বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।