২ নং মেদনী ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে আগস্ট ২০২১ শনিবার বিকাল ৩ ঘটিকায় মেদনী ইউনিয়ন পরিষদের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিচিতি সভার শেষে মেদনী ইউনিয়ন পরিষদ মাঠে ২১টি বৃক্ষরোপণ করা হয়। উক্ত অনুষ্টানে মেদনী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আব্দুস শহীদ।
মেদনী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মিঠু মিয়ার পরিবর্তে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ।
পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সদস্য সচিব আবু তাহের, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান তারেক, মোতালেব খান রান, আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, সোহেল আহম্মেদ খান, আব্দুর রাজ্জাক, শফি আহমেদ, ওমর ফারুক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহিবুল ইসলাম নোমান, যুবলীগ নেতা ইলিয়াস খান বাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদ রহমান মোজাহিদী কেয়াগাতী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রৌহা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদশা প্রমুখ।