পৌর শিশু পার্ক কাজ শেষ পর্যায়ে,পৌর বাস স্ট্যান্ড ও ট্রাক স্ট্যান্ডের কাজ শুরু হয়েছে,স্লুইস গেট থেকে খাদ্য গুদাম পর্যন্ত রাস্তা প্রশস্তকরনের কাজ শিঘ্রই শুরু হবে,শিয়ালজানী খাল সংস্কার ও দুপাশে সুন্দর ওয়াকওয়ে চালু হয়েছে।
মোহনগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাতুর ধনপুর মৌজায় ২০ একর জমির উপর নির্মাণ করা হবে ল্যান্ডফিল সাইট।পৌর শহরের বিভিন্ন স্পট থেকে ময়লার গাড়িতে করে এখানে ফেলা হবে ময়লা যার ফলে পৌরবাসীর দীর্ঘ দিনের দূরদশা লাঘব হবে।
পৌরসভার দশ কিলোমিটার রাস্তায় (৩০০ টি খুটি ) পৌরসভার নিজস্ব খুটিতে এল ই ডি বাতিতে রাস্তায় আলোকিত করনের কাজ শুরু হয়েছে যার ফলে পৌর শহরে ভৌত অবকাঠামোর সৌন্দর্য বৃদ্ধি পাবে।
জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের অর্থায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব জনাব সাজ্জাদুল হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রকল্প গুলো বাস্তবায়িত হচ্ছে ও হয়েছে।