নেত্রকোনা মদনে মাছ সংরক্ষণে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় মদন উপজেলার মৎস্য খ্যাতের উন্নয়নে বিবেচনা নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটি।
বুধবার ১৪ ফেব্রুয়ারি সকালে উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির আয়োজনে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার , তিয়শ্রী ইউপি চেয়ারম্যান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মাষ্টার মদন ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ ফতেপুর ইউ পি চেয়ারম্যান ছামিউল হায়দার সফি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রহিম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া।
মদন প্রেসক্লাব সভাপতি আল মাহাবুব আল আমিন।মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আংগুর রহমান ভূইয়া এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, উপজেলা জন স্বাস্থ্য উপ-সহকারী মোঃ মাহবুবুব রহমান সুমন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী।