প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন গৌরীপুরের ইউএনও হাসান মারুফ।
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আসলে সবাই মিলে দলগতভাবে আমরা কাজ করেছি। গৌরীপুর উপজেলা শিক্ষা পরিবারের সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। যে কোন স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর প্রাথমিকে কার্যকর মা সমাবেশ করা, টিফিন বক্স , স্কুল ব্যাগ , স্কুল বেঞ্চ ও স্কুল ইউনিফর্ম বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ের জমি জটিলতা নিরসন,ঝড়েপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন ।
হাসান মারুফ এর ব্যাক্তিগত পরিচিতি
পিতাঃ বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন,
মাতাঃ মনোয়ারা বেগম,
শিক্ষাজীবন শুরু আহসানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিকলবাহা,কর্ণফুলী। হাই স্কুল পিডিবি উচ্চ বিদ্যালয় (শিকলবাহা,কর্ণফুলী) থেকে এস,এস,সি পাস করার পর সরকারী সিটি কলেজ, চট্টগ্রাম ও বিএসএস, এমএসএস(আন্তর্জাতিক সম্পর্ক), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ৩৩ তম, বিসিএস এর মাধ্যমে প্রথমে ৭ আগস্ট, ২০১৪, বিভাগীয় কমিশনার এর কার্যালয়, সিলেট, পরবর্তীতে হবিগঞ্জ ডিসি অফিস এ কর্মরত থাকাবস্থায় ১০ আগস্ট,২০২০ ইউএনও হিসাবে প্রথম ময়মনসিংহ জেলার গৌরীপুরে যোগদান করেন।
সূত্র জানায় আগামী সোমবার (১০ অক্টোবর) বিভাগীয় পর্যায়ের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে এছাড়াও অন্যান্য জেলায় যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা জামালপুরের ইসলামপুর উপজেলার ইউএনও মুঃ তানভীর হাসান রুমান, শেরপুরের ঝিনাইগাতির ইউএনও মোঃ ফারুক আল মাসুদ, নেত্রকোনার দুর্গাপুরের ইউএনও মোঃ রাজিব উল আহসান।