ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের শত বছরের পুরনো মদন মোহন মন্দির পরিদর্শনে আসেন ময়মনসিংহ রেন্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। ২০ মার্চ সোমবার ১৬ প্রহরব্যপী নাম সংকীর্ত্তন পরিদর্শনে আসেন ।
এ সময় ডি আই জি মহোদয়কে মন্দির কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পড়ানো হয়। তিনি মন্দির কী্র্ত্তন ও জমিদার বাড়ীর ভগ্নাবশেস ঘুরে ফিরে দেখেন। দীর্ঘ জমিদারী প্রথা বিলুপ্ত হওযার পর প্রায় ৮০ বছর পর প্রথম মদন মোহন মন্দিরের উদ্দ্যোগে ১৬ প্রহরব্যপী নাম সংকীর্ত্তন আয়োজন করে। মন্দির কমিটির সভাপতি সাধন ঘোষ,সাধারন সম্পাদক রায় মোহন বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক সুফল কুমার সরকার,অর্থ সম্পাদক শিশির কুমার সরকার গণেশ ও জমিদার বাড়ী পূজা মন্দির কমিটির সভাপতি সজল সরকার এবং ভক্ত পূজারী বৃন্দ ডিআইজি কে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।
এ সময় আরও উপস্হিত ছিলেন রামগোপালপুর ইউপি চেয়ারম্যন আব্দুল্লাহ আল আমিন জনি। মন্দির কমিটির সদস্যরা জানান এ কীর্ত্তন এখন থেকে প্রতিবছর অনুষ্ঠিত হবে।