কেন্দুয়া – আটপাড়া উপজেলার ইউনিয়ন ও কেন্দুয়া পৌর এলাকায় শীত বস্ত্র কর্মসূচী হিসেবে গণসংযোগ ও শীতের শুভেচ্ছা উপহার কম্বল বিতরণ করছেন কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক, রোটারিয়ান এম. নাজমুল হাসান ।
তিনি কর্মজীবনে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের জড়িত থেকে সমাজ উন্নয়নে কাজ করে আসছেন। দায়িত্ব পালন করছেন ডাইনামিক গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক , সহ-সভাপতি , জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। ২৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে দলপা ইউনিয়নে বেখৈরহাটী বাজারে অসহায়, গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে শতাধিক শীতের শুভেচ্ছা উপহার কম্বল বিতরণ করেন ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিল আক্তার সোহেল , বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক সহ কেন্দুয়া- আটপাড়ার বএন পি ‘র নেতাকর্মী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । উপস্হিতি জনগণের প্রতি শ্রদ্ধা রেখে রোটারিয়ান জননেতা এম নাজমুল হাসান বলেন , কনকনে শীতে একটু উষ্ণতা দিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সুখে দুঃখে এলাকাবাসীর পাশে ছিলাম , আছি এবং থাকবো । নাজমুল হাসান আরো জানান , এলাকার উন্নয়নের জন্য কাজ করে ও জনগণের মাঝে সেবা করে তিনি অপার আনন্দ পাই । আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা – ৩ আসনে ( কেন্দুয়া – আটপাড়া ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি ) থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চান বলে সকলের কাছে দোয়া কামনা করেন ।