
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২১ ডিসেম্বর মঙলবার বেলা আনুমানিক ১২.৩০ মিনিটে তাতকুড়া বাজারে মোঃ শাজাহান মিয়া নামের এক করাত কল মালিককে অবৈধভাবে কাগজবিহীন করাতকল পরিচালনার জন্য অর্থদন্ড করা হয়।
করাত কল বিধিমালা ২০১২ মোতাবেক লাইসেন্স বিহীন করাতকলকে চার হাজার টাকা অর্থদন্ড করা হয়। গৌরীপুরে কিছু অবৈধ করাত কল দ্রুত বে আইনী ভাবে প্রতিষ্ঠিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযান শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান অবৈধ ভাবে প্রতিষ্ঠিত করাত কলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।