নেত্রকোনা মদনে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভাটি বাংলার সিংহ পুরুষ মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি উন্নয়নের রূপকার জনাব লুত্তুজ্জামান বাবর ভাই একুশে গ্রেনেট হামলায় খালাস পাওয়ায় মদন উপজেলা ও মদন পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিলে অংশ গ্রহন করে মদন উপজেলা বিএনপি’র অফিস হতে প্রদান সড়ক হয়ে কলেজ মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে স্লোগানে নেতারা বলেন দুর্দিনের বাবর ভাই আমরা তোমায় ভুলি নাই এই মুহূর্তে খবর এলো বাবর ভাই খালাসপেল জিয়ার সৈনিক এক হও এক হও কেবলেরে জিয়া নাই জিয়া সারা বাংলায় এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। মিছিলে উল্লেখ যোগ্য নেতারা হলেন মদন উপজেলা বিএনপি’র সভাপতি এন আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ ও মদন পৌর বি এন পি বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক লালু যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেকুল যুবদলের সভাপতি রুবেল ও ছাত্রদলের সভাপতি পিপুল সাধারণ এবং সাধারণ সম্পাদক শামীম সহ সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাজাহান মিল্কি মদন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সাগর খাঁন সহ সাবেক মদন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাখি খাঁন ও যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক অলি সহ মদন পৌর বি এন পি সকল নেতৃবৃন্দ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন