নেত্রকোণায় জেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে আটটায় দিবসটি উপলক্ষে নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে মুক্তমঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় মোক্তারপাড়া মাঠ থেকে শুরু করে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিন্ময় তালুকদারের সঞ্চালনায় জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, নেত্রকোণার পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত থেকে নেত্রকোণার শেখ কামাল আইটি পার্ক উদ্বোধন করেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগ, সকল উপজেলা , ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ে দিবসটি উপলক্ষে কোরআন খানি সহ বিভিন্ন কর্মসূচী পালন করে।