আজ (১৫ আগষ্ট) ২০২১ আমাদের ”খবর নেত্রকোণার” নিউজ পোর্টালে গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি সুপক রঞ্জন উকিল এর পিতা বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ঠ সমাজ সেবক প্রয়াত অজিত রঞ্জন উকিল এর ৫ম মৃত্যু বার্ষিকি। ২০১৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। উনার আত্মার শান্তি ও পরিবারের মঙ্গল কামনা করছি।