শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সোমবার, (৩০ আগস্ট) কর্মহীন ও দিনমজুরদের মাঝে খাদ্য বিতরণ করেছেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী সানি মূল হক।
তিনি জানান, “নিজ জন্মদিন উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রলীগের মানবিক ছাত্রনেতা বিপ্লবী সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান ভাই এর উৎসাহে এবং তাঁর উপস্থিতিতে এই মানবিক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কর্মহীন দিনমজুর, যারা কাক ডাকা ভোর থেকে মজুরি বিক্রির আশায় বসে থাকে কিন্তু কাজ মেলে না, তাদের মাঝে খাদ্য দেওয়া হয়েছে।সোবায়েল আহম্মেদ খান ভাই এর উৎসাহ এবং অনুপ্রেরণায় এরূপ মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ” ।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী মাহফুজুর রহমান পিয়াস, মহিবুল্লাহ লিওন, সানোয়ার সাকলায়েন, আসাদুজ্জামান কাওসার, শাকিল তানভীর, আব্দুল কাইয়ূম।