ময়মনসিংহের ধোবাউড়া নিবাসী, নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় কর্মরত এস আই মোঃ হাবিবুর রহমান(৪২) রাত আনুমানিক ৮:১৫ এর সময় নেত্রকোনা হতে বারহাট্টায় নাইট ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে সতরশ্রি নামক স্থানে ট্রাকের সাথে দূর্ঘটনা হয়, ময়মনসিংহ মেডিক্যালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
উল্লেখ্য, তাঁর চাকরি জীবনে ২বার আটপাড়া থানায় চাকরি করার সুবাদে আটপাড়ার সকল শ্রেণী-পেশার মানুষের সাথে আত্মীক একটা সম্পর্ক ছিলো হাবীব। পুলিশের মধ্যে তার মতন পরোপকারী, অমায়িক ও সুন্দর মনমানসিকতার মানুষ অত্যন্ত বিরল।
অত্যন্ত আন্তরিক একজন মানুষ ছিলেন এসআই হাবীব, তার আচার ব্যবহার ছিলো অত্যন্ত মার্জিত। তিনি নিজে থেকেই আমার সাথে সবসময় যোগাযোগ রাখতেন। ২০০২/৩সালে ঢাকায় আমার সামান্য এক কথায় উনার মামার একটা সমস্যা সমাধান হয়েছিল।এরপর থেকেই তিনি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং উনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আমার সুপারিশ রাখতেন।
গত ৩০শে এপ্রিল ২০২০ ইং তারিখে তার স্ত্রীর মৃত্যুবরন করেন। তখন করোনা টেস্ট ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল থেকে লাশ ছাড় করতে পারছিলেন না, কোন ল্যাব টেকনিশিয়ান না থাকার কারণে, করোনা টেস্ট নেগেটিভ এসেছিলো। ২ দিনে অন্তত ২০/২২ বার কথা হয়েছিলো। তার মধ্যে ছিলো শুধু লাশটি বুঝে নেয়ার আকুতি। উনার স্ত্রীর মৃত্যুর পর বাচ্চাগুলোকে এমনভাবে সময় দিতেন, তাতে মায়ের অভাব বুঝতেই দিতেন না। আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে৷
মহান আল্লাহ রাব্বুল আল আমিন মরহুমের জীবনের সকল ধরনের গুনাহখাতা সমূহ মাফ করুন।