শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে নেত্রকোণায় সাংবাদিক রাজা মিয়ার দাপন সম্পন্ন।

একে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম রাজা ওরফে রাজা মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় কাটলি আব্দুল আজিজ খান জামে মসজিদের সামনে তাঁর প্রথম জানাযা ও সদর উপজেলার দুগিয়া গ্রামে তাঁর নিজের নির্মীত মসিজ প্রাঙ্গনে দুপুর ২টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

 

প্রথম জানাযা শেষে প্রেসক্লাবের সামনে মরহুমের মরদেহ আনা হলে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। তাঁকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দল্লাহ আল মাহমুদ ও নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) মোঃ সাইফুল ইসলাম ও নেত্রকোণা জেলা প্রেসক্লাব। তিনি গত রাত সাড়ে এগারোটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ অবস্তায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকষ্মিক মৃত্যুতে নেত্রকোণা সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নেত্রকোণা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এডভোকেট সানোয়ার হোসেন ভূইয়া, সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, নেত্রকোণা জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন,  সদস্য সচিব দিলওয়ার খান,বাংলাদেশ সাংবাদিক  সমিতি নেত্রকোনা জেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব  নাজমূশ শাহাদাৎ নাজু, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি  আলপনা বেগম সহসকল সাংবাদিক ও সুধিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin