নেত্রকোনার মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রন ও করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রোজ রবিবার (১১ আগষ্ট) মদন বাজারে দারুল হাফিজ মডেল মাদ্রাসা মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা আমীর মাওলানা ওলিউল ইসলাম, উপজেলা সাবেক আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ রুহুল আমিন,
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মাহবুবুল আলম, উপজেলা সাবেক আমির জামায়াতে ইসলামী মদন উপজেলা কর্ম পরিষদ সদস্য উপজেলা সভাপতি ও পৌরসভার জামায়াত ইসলামের সভাপতি মাওলানা সাইদুর রহমান, সাবেক আমির উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ রিয়াজ উদ্দিন ,জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ বদরুল আমিন, উপজেলা জামায়াতে ইসলামের ওলামা বিভাগের সভাপতি হাফিজুর রহমান শামীম, সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
বাংলাদেশ জামায়াতে ইসলাম মদন উপজেলার আমির ওলিউল ইসলাম বলেন,
প্রায় ১৬ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন, মদনে পূর্বে কিছু অনাকাংখিত ঘটনা ঘটেছে, এধরণের
অনাকাংখিত ঘটনা বন্ধের জন্য জামায়াতের উপজেলা ইউনিয়ন ওয়ার্ডসহ সকল নেতৃবৃন্দ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি।
কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় অনাকাংখিত ঘটনা সৃষ্টি করে পরিস্থিতি নৈরাজ্যকর সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা মদনে আর হতে দেওয়া যাবে না।
জামায়াতের নেতা কর্মীরা দেশের মানুষকে ভালবাসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন সংখ্যা লঘুর উপর কোন প্রকার নির্যাতন যাতে না হয় এজন্য মদন উপজেলা জামায়তের কর্মীরা দিনরাত কষ্ট করে যাচ্ছে এবং মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছে।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতের নেতা কর্মীরা। ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য কাউকে যেন কথা বলতে না হয় সে ভাবে কাজ করতে হবে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,
মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি আল আমিন তালুকদার, সাবেক প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন তালুকদার উজ্জল, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক ইমরান, সাংবাদিক পাইলট, সাংবাদিক বাবুল, সাংবাদিক নিজাম,সাংবাদিক আলী উসমান, সাংবাদিক মির্জা আল মাহমুদ, সাংবাদিক কামরুজ্জামান প্রমূখ।