নেত্রকোনা। কলমাকান্দা উপজেলার পাঁচগাও, গাড়িঘাট, বাবুখোলা, বাতানিয়াপারা, রায়পুরে দুইশতাধিক বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রলীগ।
উপহার সামগ্রীতে ছিলো তেল, চিনি,গুড়ো দুধ, সেমাই,সাবান, নুডলস, বাচ্চাদের জন্য জামা-কাপড় এবং অসহায় রোগাক্রান্ত/গৃহহীন মানুষদের জন্য আর্থিক সহায়তা।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান’র সার্বিক দিক নির্দেশনায় সকল সংকটে এই কাজ চলমান থাকবে বলে জানান তারা।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের অন্যতম ইউনিট নেত্রকোণা সরকারী কলেজ ছাত্রলীগ এই ধারা অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন অত্র ইউনিটের নেতা কর্মীরা।
এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাসরুবা ইয়াসমিন সম্পা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বর্তমান কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী সৈয়দ আল রাকিব , জয় পাল, কলেজ ছাত্রলীগের নেতা মেহেদী হাসান রানা, বিদুর সাহা স্পর্শ, পৌর ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক ইফতেকার আলামিন, আরিফ , শিশির সরকার, উদয় খান, মেহেদী হাসান,, আমিনুল ইসলাম ফয়সাল, তানজিম হাসান ফরিদ ,জান্নাতুল হাসান, আজিজুল হক, মোহাম্মদ সামী, সোহানুর রহমান লিঙ্কন, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জলিল মুল্লা, খালিয়াজুরি উপজেলার সাঈদ হাসান ও জেলা ছাত্রলীগ নেতা লিমন প্রমুখ।