বিক্ষোভ মিছিল শেষে ধানমহালস্থ কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সভাপতি ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের সদস্য আরিফ আহমেদ, ওবায়দুর রহমান, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস, অর্থ সম্পাদক শামীম আলভী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল, কার্য্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন সরকার, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ।