শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গৌরীপুর বিএমএসএফের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (৫ ফেব্রুয়ারি) সোমবার  অগ্নিবীণা হলের একটি কক্ষে সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারিতে জড়ায় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রলীগের দুটি গ্রুপ।
এ ঘটনার খবর পেয়ে দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাবীব এবং আজকের পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাইদ ঘটনাস্থলে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন।
এ হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে । ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বিবিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন বলেও আমরা আশা করছি।
তাৎক্ষনিক নিন্দা জানিয়ে বিএমএসএফ গৌরীপুর শাখার সভাপতি সাংবাদিক ম. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার বলেন, এসব ঘটনায় সাংবাদিক সমাজ আজ উদ্বিগ্ন। এ ধরণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরাও বেপরোয়া হয়ে উঠছেন। যার কারণে দিনদিন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে হয়রানি, মামলা ও হামলার শিকার হচ্ছেন। যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin