আজ সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেন ইউএনও মো: শাকিল আহমেদ। কনফারেন্সে তিনি আগামী ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী মজিব বর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আটপাড়া উপজেলাকে ভূমিহীন ঘোষণা করবেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, নাজিম উদ্দিন বাবুল, রাজর্ষি দেবনাথ সুমন, শ্যামল চন্দ্র শ্যাম, ফয়সাল চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ।
তিনি আরো জানান, বর্তমানের সরকারের ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ১ম পর্যায় থেকে ৪র্থ পর্যায় বরাদ্দকৃত ২৭৭টি ঘর নির্মাণ করে সুবিধাভোগীদের মাঝে উপহার হিসেবে তুলে দেয়া হয়। ১ম পর্যায়ে ৯৮টি, ২য় পর্যায়ে ৫০টি, ৩য় পর্যায়ে ৪০টি ও ৪র্থ পর্যায়ে ৮৯টি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ এই প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়নে নিরলস ভাবে পরিশ্রমের ফলেই আজ এই সফলতা ফিরে এসেছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণকৃত ঘর উদ্বোধন করবেন সংবাদটি প্রকাশের পর ঘর বরাদ্দ প্রাপ্ত সুবিধাভোগীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।