নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হলেন মোঃ ময়না মিয়া। ময়না মিয়া কেন্দুয়া উপজেলা অটো,টেম্পু ও সি এন জি চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিকলীগের উপজেলার কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও ময়না মিয়া বিভিন্ন সামাজিক জনকল্যাণমুখী কাজেও ভূমিকা পালন করে আসছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের উপস্থিতিতে উপজেলা শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক শাহজাহান ড্যানি স্বাক্ষরিত সান্দিকোনা ইউনিয়ন শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটির কাগজ বুঝিয়ে দেন।
এ সময় নব নির্বাচিত কমিটির সভাপতি ময়না মিয়া ও সাধারণ সম্পাদক আসাদলুকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন এবং সকলেই মিষ্টি মুখ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়য়ক সম্পাদক সুলতান আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জু মিয়া, আবু তাহের এমদাদুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মিয়া,সান্দিকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্য দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।