নেত্রকোনা মদন উপজেলা স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক সপ্তাহ ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোজ সোমবার ১০ জুন২০২৪ ইং ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উপজেলা ভুমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার ভূমি এটি এম আরিফ এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া
এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বের মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর রহমান মাস্টার, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবর মাস্টার, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন হাট বাজারের সরকারি সম্পত্তির লিজের সনদ, ডিলিং লাইসেন্স প্রদান করেন। এছাড়াও জনসাধারণের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।সঞ্চালকের স্বাগতিক আমাদের স্মার্ট ভূমিসেবা সপ্তাহ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে।
ভূমি সহকারী কমিশনার এটিএম আরিফ তিনি বলেন,এ সরকার জনবান্ধব সরকার, আমরা
এ সরকারে নির্দেশনায় আমরা সরকারী সেবা
প্রদানকারী সংস্থা, আমরা কৃষক শ্রমিক ও সকল জনসাধারণের সেবা পৌঁছে দিতেই এই ডিজিটাল সেবার আয়োজন করেছি, এখন থেকে ঘরে বসেই খাজনা, ভূমিকর, নামজারি, পরচা উত্তোলন, নকশা উত্তোলন সহ সকল সেবা মোবাইলের মাধ্যমেই সমাধান করে নিতে পারবেন। আপনাদের আর হয়রানির শিকার হতে হবে না।
তারপরেও আমি (এসিল্যান্ড সহকারী কমিশনার ভুমি) নিশ্চিত করতে চাই আপনাদের মদন উপজেলায় আমি ভূমি অফিসার হিসাবে যত দিন আছি ইনশাআল্লাহ এই অফিসের দরজা আপনাদের আপনাদের জন্য সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের এক অসাধারণ সার্ভিস সেন্টার (১৬১২২) কল করে সার্বক্ষণিক সেবা নেওয়ার সুযোগ রয়েছে। আপনার কোন অভিযোগ থাকলে-১৬১২২তে কল করে অবহিত করা মাত্র সমাধান পাওয়া যাবে। ভূমি কর্মকর্তা তিনি অনলাইনে কিভাবে সেবা পাওয়া যাবে তার সকল সেবা জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং জনসাধারণ যেন কোন হয়রানের শিকার না হন সে বিষয়ে আশ্বস্ত করেন।