আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, যিনি আটপাড়াবাসীকে করোনা মহামারী থেকে রক্ষার জন্য আটপাড়ার বিভিন্ন বাজার এলাকায়, মাঠে ঘাটে দিন রাত দৌড়ে বেরিয়েছেন, মানুষকে সচেতন করতে চেয়েছেন, মাস্ক বিতরণ করেছেন, প্রয়োজনে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন তিঁনি আজ স্ব পরিবারে করোনায় আক্রান্ত।
নমুনা পরীক্ষায় তিনি সহ তাঁর পরিবারের ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত এসিল্যান্ড সুলতানা রাজিয়া জানান, গতকাল ০৩ জুলাই বিকেল থেকে তিনি অসুস্থ বোধ করেন। রবিবার (০৪ জুলাই) সকালে তিনি ও তাঁর পরিবার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
এর মধ্যে দুটি শিশুও রয়েছে৷ একজনের বয়স ৪ বছর, অন্যজনের বয়স ৬ মাস৷ রবিবার (০৪ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ আহমেদ … এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা. কর্মকর্তা শরীফ আহমেদ জানান নতুন ১৩ জন সহ এখন পর্যন্ত আটপাড়ায় মোট ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।