ঢাকার যাত্রাবাড়ী বড় মাদরাসার ফজিলত প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্থির দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সম্মিলিত ইসলামি ছাত্র পরিষদ।
সম্মিলিত ইসলামি ছাত্র পরিষদ নেত্রকোনার আহবায়ক মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বাদ আছর নেত্রকোনা বারহাট্টা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদাসার মসজিদের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নেতা ও সম্মিলিত ইসলামি ছাত্র পরিষদ নেত্রকোনা এর উপদেষ্টা মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, মাওলানা নুরুল আলম মঞ্জুরী, মাওলানা কাজী হাবিবুল্লাহ, মাওলানা ইউসুফ শেখ জিহাদ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রিদওয়ানুল হক মাইমুন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা সারওয়ার, হাফেজ আতাউল্লাহ, মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র নেতা রিদওয়ান আহমাদ ও হাফেজ আব্দুল মোতালিব প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা শুক্রবার গুলিস্তানে শান্তি সমাবেশের নামে যে নৈরাজ্য ও সন্ত্রাস কায়েম করেছে, তাতে প্রাণ হারায় নিরীহ মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করিম। শান্তি সমাবেশের নামে এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ড মুলত: ক্ষমতাসীনদের ভাবমূর্তিই ক্ষুন্ন করেছে। তিনি আরোও বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানসহ হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে, অন্যথায় সারা দেশের ছাত্র সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।