১০০০ মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিল রামকৃষ্ণ সেবাশ্রম
সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেটের সময় :
শুক্রবার, ৪ মার্চ, ২০২২
১৭২
বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে ৪ মার্চ শুক্রবার শ্রীরামকৃষ্ণদেবের ১৮৭তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ১৪২৮ উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম, দুর্গাবাড়ী আয়োজন করে জীব রূপে নারায়ন সেবা। রামকৃষ্ণ ভক্তরা বিশ্বাস করেন প্রতিটা জীবের ভিতর ঈশ্বর বিরাজমান। তাই তারা এই ১০০০ জীবের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এ ব্যাপারে জানতে চাইলে রামকৃষ্ণ সেবাশ্রম গৌরীপুর এর সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস জানান রামকৃষ্ণ পরমহংসদেব এর নাম প্রচার নয় ভাব প্রচার আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম আরও ব্যাপক ভাবে পালন করার পরিকল্পনা আছে। সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে লিটন চন্দ্র ভৌমিক এর সঞ্চালনায় এবং সুখরঞ্জন দাস এর সভাপতিত্বে ধর্মীয় বক্তব্য প্রদান করেন সত্যেন্দ্র চন্দ্র দাস, নরোত্তম রায়, সহকারী অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন সেলিম, নিখিল রঞ্জন সরকার প্রমূখ।