কে হবে গৌরীপুরের নৌকার মাঝি?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান ১৭ জন। ইতিমধ্যে তাঁরা মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন তাঁরা।
ইতিমধ্যে উপজেলায় সরকারের উন্নয়ন ও নিজেদের প্রচার প্রচারণাও চালিয়েছেন প্রার্থীরা। ২১ নভেম্বর (মঙ্গলবার) ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেয়ার শেষদিন। বিশেষ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নপত্র যারা ক্রয় করেছেন তারা হলেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোর্শেদুজ্জামান সেলিম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ কৃষিবিদ একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসো গৌরীপুর গড়ি’র সমন্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টি, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাবুল, স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক ডা. এম.এ আজিজ, বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত সাবেক কেন্দ্রীয় শ্রমিক নেতা শওকত উজ্জামান শাহীন, সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন জুয়েল, এছাড়া জাপান প্রবাসী এম এ মামুন অনলাইনে নৌকা প্রতীক পেতে প্রার্থী হয়েছেন বলে জানা যায়। ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।