জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী
ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোণায় গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে।
খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আরিফুর রহমান।
এসময় বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি প্রায় শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, তেল ও আলু।
পরে বিজিবি ক্যাম্পের মসজিদে কোরআনখানি, দরবার হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা, ১৫ আগস্টের সকল শাহাদাৎ বরনকারী ব্যাক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।