ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নিবার্চন অফিসের উদ্যোগে বুধবার (২ মার্চ) ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এ স্লোগানে জাতীয় ৪র্থ ভোটার দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও উপজেলা নিবার্চন কর্মকর্তা সজল চন্দ্র সরকারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার রহমান সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।